আনোয়ারা মধ্যম শোলকাটা গাউছিয়া হাশেমীয়া চার আউলিয়া সুন্নিয়া ইবতেদায়ী মাদ্রাসা’র- শুভ উদ্ভোধন

  • গত ৩১ শে ডিসেম্বর ২০২০ সালের শুরুতে এলাকার নতুন প্রজম্মকে ইসলামী শিক্ষায় স্ব- শিক্ষায় শিক্ষিত করা প্রত্যয়ে আনোয়ারা উপজেলার মধ্যম শোলকাটা গ্রামের (শোলকাটা রাস্তার মাথায়) আন্জুমানে মুহিব্বানে রাসুল (দ:) গাউছিয়া জিলানী কমিটি বাংলাদেশ কর্তৃক পরিচালিত “মধ্যম শোলকাটা গাউছিয়া হাশেমীয়া চার আউলিয়া সুন্নিয়া ইবতেদায়ী মাদরাসা”র শুভ উদ্ভোধন করা হয়।
উদ্ভোধন করেন-আলা হযরত ইমামে আহলে সুন্নাত, ওস্তাযুল মুহাদ্দিসীন ওয়াল মুফাসেরীন রাহনুমায়ে শরীয়ত ও তরীকত, আল্লামা নুরুল ইসলাম হাশেমী (ম:জি:আ:)’র পক্ষে মেঝ শাহজাদা কাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী, চেয়ারম্যান আল্লামা হাশেমী ইসলামী মিশন-বাংলাদেশ।

এতে আলোচনা করেন-শাহজাদা আল্লামা আলহাজ্ব কাযী মুহাম্মদ জিয়াউদ্দীন হাশেমী, সৈয়দ মুহাম্মদ জাহেদুল ইসলাম কাদেরী,অধ্যক্ষ ডিআইএম জাহাঙ্গীর, মাষ্টার আবুল হোসেন,  সাংবাদিক এমডিএইচ রাজু,  মাওলানা ইলিয়াস আজম নুরী,মাওলানা কামাল উদ্দীন, আলহাজ্ব মাওলানা আলমগীর কবির।

পরিচালনায়-মনির আহম্মদ আনোয়ারী, মধ্যম শোলকাটা গাউছিয়া হাশেমীয়া চার আউলিয়া সুন্নিয়া ইবতেদায়ী মাদরাসা,আনোয়ারা চট্টগ্রাম।

প্রতিষ্ঠান পরিচালক মনির আহম্মদ আনোয়ারী জানান, ইনশাল্লাহ এই প্রতিষ্ঠান দক্ষ অভিঙ্গ শিক্ষক দিয়ে তাজবীদসহকারে আধুনিক যুগোপযোগী ইসলামী সৃজনশীল  পদ্ধতিতে পাঠদান সহ-বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষা সফরের ব্যবস্থা থাকবে এ প্রতিষ্ঠানে।

উপস্তিত অতিথি – ইউসিবিএল কর্মকতা মাহমুদুর রহমান, সাবেক মনু মেম্বার, জহির আহমদ শিকদার প্রমুখ,