———————–
আগামী ১৯শে ফেব্রুয়ারি ২০২০ইং,৭ই ফাল্গুন ১৪২৬ বাংলা, ২৪জমাঃসানি ১৪৪১হিঃ, রোজঃবুধবার,অলীকুল সম্রাট, সুলতানুল আরেফিন,খাতেমুল আউলিয়া, মুজাদ্দিদে আখেরুজ্জান,মুসলিহ আযম,গাউছে এখতিয়ার,গাউছে মোখ্তার
হযরতুল আল্লামা শাহ আবদুল মালেক মহিউদ্দীন আজমী ল-কুতুবী (রাহঃআঃ) বাবাজান কেবলার ২০তম পবিত্র বার্ষিক ওরশ মোবারক ও ফাতেহা শরীফ।
উক্ত ওরশ মোবারক ও ফাতিহা শরীফে শরীক হয়ে হুজুর পাক (সাঃ)ও গাউছে মোখতার বাবাজান কেবলার রেজামন্দি হাসিল করুন।
এতে আপনাদের সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল।
ছালামান্তেঃ শাহজাদা আলহাজ্ব ছৈয়দুল মিল্লাত আল্-কুতুবী বাবাজান কেবলা’র ৫ম সাহেবজাদা
প্রতিষ্ঠাতা চেয়ারম্যানঃ তরীকায়ে মালেকিয়া কমিটি।
সৌজন্যেঃ তরীকায়ে মালেকিয়া কমিটি
কুতুব শরীফ দরবার, কুতুবদিয়া,কক্সবাজার।