আজ ২৯ জানুয়ারি দক্ষিণ জেলা ইউসিবি (ব্যাংক) আনোয়ারা সদর ব্রাঞ্চ পরিদর্শনে প্রয়াত নেতা আলহাজ্ব আখতারুজ্জামান চৌধুরী বাবু’র কন্যা ও মাননীয় ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভাইয়ের ছোট বোন UCBL পরিচালনা পর্ষদের সম্মানিত Director জনাবা আফরোজা জামান চৌধুরী।
এতে উপস্থিত ছিলেন ইউসিবি আনোয়ারা সদর ব্রাঞ্চের শাখা ব্যবস্থাপক জনাব সিরাজুল ইসলাম , ইউসিবি চাতুরী শাখার শাখা ব্যবস্থাপক জনাব আমির আহমেদ, ইউসিবি বটতলী শাখার ব্যবস্থাপক জনাব জসিম উদ্দিন আমজাদী, ইউসিবি আনোয়ারা শাখার অপারেশন ম্যানেজার জনাব জসিম উদ্দিন, আরও উপস্থিত ছিলেন মহসিন লাবিদ, এম আব্বাস , টিপু চৌধুরী প্রমুখ।
প্রিয় আফরোজা জামান চৌধুরী আপ আগমনে আনোয়ারা সদর ব্রাঞ্চের সকল অফিসার ও কর্মকর্তাগণ ধন্য।