“আমরা জোনাকী আমরা আঁধারের বাতি
আমরাই ফুটাবো মুখের হাসি”
চট্রগ্রাম দক্ষিণ জেলার আনোয়ারা উপজেলায় বহুল আলোচিত সংগঠন ‘জোনাকী ফাউন্ডেশন ‘র আয়োজনে জেএসসি/পিএসসি কৃতিশিক্ষার্থীদের কে সংবর্ধিত করা হয়,গত ১০ জানুয়ারি ২০২০ বিকাল ৩টায় ঝি বা শি উচ্চ বিদ্যালয়ে কৃৃৃৃতিশিক্ষার্থী সংবর্ধনা অনু্ষ্ঠিত দুটি ইউনিয়নের প্রায় ৬০ জন শিক্ষার্থীদের “জোনাকী ফাউন্ডেশন” উদ্যোগে অতিথিরা ছাএ-ছাএীদের হাতে সার্টিফিকেট ও পুরুষ্কার তুলে দেন।
অনু্ষ্ঠানের উদ্বোধক ছিলেন-শেখ মুহাম্মদ ছরওয়ার হোসেন, স্বত্বাধিকারী, আনোয়ারা ট্রেডিং কর্পোরেশন।
প্রধান অতিথি ছিলেন- আলহাজ্ব বোরহান উদ্দীন চৌধুরী মুরাদ, একান্ত সচিব-আলহাজ্ব আনিসুজ্জামান চৌধুরী রনি, চেয়ারম্যান(UCB)ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড,
বিশেষ অতিথি ছিলেন- বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দীন মাহমুদ,সভাপতি সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ-৭১,মুহাম্মদ নজরুল ইসলাম,সহকারী সচিব-চট্টগ্রাম সিটি কর্পোরেশন,
এস.এম ফোরকান-ডেপুটি রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কবির আহম্মদ আজাদ, বিশিষ্ট শিক্ষানুরাগী ও আওয়ামীলীগ প্রমুখ।
প্রধান আলোচনায় ছিলেন -মাষ্টার মুহম্মদ এয়াকুব আলী, প্রধান উপদেষ্টা জোনাকী ফাউন্ডেশন।
কৃতিশিক্ষার্থী সংবর্ধনা অনু্ষ্ঠানের সভাপতিত্ব করেন- ডা.রাশেদুল আলম-চেয়ারম্যান “জোনাকীফাউন্ডেশন”চট্টগ্রাম।
অনু্ষ্ঠান পরিচালনায় ছিলেন -রিফাত মিয়া।