আনোয়ারায় নিষিদ্ধ জাল ও জাটকা মাছ জব্দ -মৎস্য বিভাগ

 আনোয়ারা উপজেলায় জেলা মৎস্য কর্মকর্তার বিশেষ কম্বি   অপরেশন পরিচালনা করে  প্রায়   লক্ষধিক টাকার নিষিদ্ধ জাল ও জাটকা মাছ সহ  জব্দ করেন মোবাইল কোর্ট টিম। পাঁচ টি নিষিদ্ধ জাল  রয়েছে।
গত ৭ জানুয়ারি  দিন ব্যাপী নিষিদ্ধ জাল নির্মূল করণের লক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করে,  জাল ও জাটকা মাছ সহ জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ জালের  মূল্য ১ লক্ষধিক টাকা।এসময় জব্দকৃত অবৈধ জাল গুলি পুড়িয়ে ও আটককৃত জাটকা মাছ গুলো এতিমখানায় বিতরণ করেন।
এই বিশেষ কম্বি অপরেশন পরিচালানায় জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তারা, অপারেশনে সার্বিক সহযোগিতায়  বাংলাদেশ কোষ্ট গার্ডের সদস্য ও নৌ পুলিশের সদস্যবৃন্দ।