চট্টগ্রাম দক্ষিণ জেলার আনোয়ারা থানার আওতায় গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ জনাব দুলাল মাহমুদ’র নেতৃত্তে এসআই সুফল চন্দ্র, এস আই রেজাউল ও এএসআই পলাশ এএসআই হান্নান সঙ্গীয় ফোর্স সহ আনোয়ারা থানাধীন ০২নং বারশত ইউনিয়ন পরিষদ এলাকাভুক্ত দুধকুমড়া সাকিনে পারকি বাজার হইতে মাদক ব্যবসায়ী, মোঃ ইসমাইল (৫৫) পিতামৃতঃ রেজাউল হক সাং নিজাম হামজা (রহিম মোল্লার বাড়ী) থানাঃ বায়েজীদ, মোঃ সেকেন্দর পিতাঃ নুরুল ইসলাম সাং পশ্চিম মাদার বাড়ী (রশিদ মাষ্টারের বাড়ী) থানাঃ সদরঘাট উভয় জেলাঃ চট্টগ্রাম দের কে ২৫২ বোতল বিদেশি মদ ও কাভার্ডভ্যান সহ আটক করেন।