চট্টগ্রাম দক্ষিণ জেলার আনোয়ারা উপজেলায় ৩টি কেন্দ্রে (চাতরী,বটতলী,রায়পুর) গাউছিয়া হাশেমী কমিটি’র সহযোগিতায় সপ্তম বারের মত আল্লামা হাশেমী শিক্ষাবৃত্তি-১৯,অনুষ্ঠিত হয়।
গত ২৭শে ডিসেম্বর১৯, শুক্রবার সকাল ৯টা-১২টা পর্যন্ত সারা বাংলাদেশ একযোগে অভিন্ন প্রশ্নপত্রে আল্লামা হাশেমী মেধাবৃত্তি’১৯ শুরু হয়।
পরিচালক-গাউছিয়া হাশেমী কমিটি-বাংলাদেশ,এর আনোয়ারা উপজেলা শাখার সভাপতি মাওলানা মনির আহমদ আনোয়ারী।
আল্লামা হাশেমী মেধাবৃত্তি’র পরিচালনা কর্মকর্তা – মাওলানা আলমগীর কবির,মাস্টার রিদোয়ান,মাস্টার ইসমাইল,মাওলানা নুরুল করিম,মাস্টার জিয়াবুল করিম,সাংবাদিক ডিএইচ মনসুর, আসিফ নেওয়াজ জিহান,দেলোয়ার,জিসান,সাদিয়া প্রমুখ।