আনোয়ারায় ওয়ান মাবিয়া সিটি সেন্টারের র‍্যাফল ড্র অনুষ্টিত

আনোয়ারা(চট্রগ্রাম)প্রতিনিধি;

আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী ওয়ান মাবিয়া সিটি সেন্টারের ঈদ বিক্রয় উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্টিত ।

গত বৃহস্পতিবার (১০ এপ্রিল )সন্ধ্যায় ওয়ান মাবিয়া সিটি সেন্টারের স্বত্বাধিকারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাগির আহমদের সভাপতিত্ব ও ব্যবসায়ী আবদুল্লাহ হাসান সাগর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন, র‍্যাফল ড্র প্রধান উদ্যোক্তা ওয়ান মারিয়া সিটি সেন্টারের স্বত্বাধিকারী আনোয়ারা উপজেলা যুবদল নেতা উপজেলা ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক মো: আজম খাঁন, আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সরওয়ার হোসেন মাসুদ, উপজেলা বিএনপি’র নেতা নুরুল হুদা, আবদুল মইয়ুম চৌধুরী ছোটন,মন্জু,মনছুর,আবুল মুনছুর মেম্বার ,তারেক মেম্বার, ওয়ান মারিয়া সিটি সেন্টার ব্যবসী সমিতির আবু তাহের,ইছুপ মাষ্টার, অসিমবড়ুয়া,মহিউদ্দীন,সেলিম,খশরু ,সৈয়দ চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফজুল কাদের ফজু,চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সাদ্দাম হোসেন,
উপজেলা যুবদল নেতা আমিন,আব্দুল শুক্কর, শাবলু ,তানবির,আবু তৈয়ব মাহির ,সাজ্জাদ খান, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির,রবিউল হোসেন, কলেজ ছাত্রদল নেতা শফিউল বিএনপির যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।