আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তির আনোয়ারা জোনের সনদ পুরস্কার ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

চট্টগ্রাম ;

উপমহাদেশের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, ইমামে আহলে সুন্নাত, পীরে কামেল, ওস্তাদুল মুহাদ্দিসিন, আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমী (রহমাতুল্লাহ আলাইহি)র নির্দেশক্রমে এবং সৃজনশীল প্রতিভা ও মেধা বিকাশের প্রত্যয়ে আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তির আনোয়ারা জোন থেকে বৃত্তিপ্রাপ্ত ছাত্র /ছাত্রীদের মাঝে সনদ পুরস্কার ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান গতকাল ১৬ ই আগস্ট (শুক্রবার) বিকেল ৩টায় উত্তর বন্দর গাউছিয়া হাশেমিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায়, আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তির আনোয়ারা জোনের পরিচালক মাওলানা মনির আহমদ আনোয়ারীর সভাপতিত্বে গাউছিয়া হাশেমিয়া কমিটি- বাংলাদেশের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়।

এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,গাউছিয়া হাশেমিয়া কমিটি বাংলাদেশ এর উপদেষ্টা বদরুজ্জামান ফকির।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদায়ে ইমামে আহলে সুন্নাত,পীরে তরিকত কাযী মোহাম্মদ আবুল ফোরকান হাশেমী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, পশ্চিমচাল ইসলামীয়া আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক আশেকুর রহমান আলকাদেরী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইমামে আহলে সুন্নাত,পীরে তরিকত কাযী মোহাম্মদ জিয়া উদ্দিন হাশেমী, গহিরা মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল কাযী মোহাম্মদ বদরুজ্জামান নইমী, আহমদ হোসেন, ডাক্তার নাসির উদ্দিন শাহ, মোঃ হেলাল উদ্দিন, মাওলানা ইলিয়াস আজম নুরী, আলমগীর কবির, মাস্টার মোঃ ইসমাইল হোসেন, মাস্টার মোহাম্মদ সাদ্দাম হোসেন, আরিফ মঈনউদ্দিন, মামুনুর রশিদ,মোহাম্মদ ইরফান সহ অনেকে,

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মাওলানা মোঃ নুরুল করিম।