আনোয়ারা ডেন্টাল কেয়ার এন্ড ডক্টর’স চেম্বারের শুভ উদ্বোধন

আনোয়ারা প্রতিদিন নিউজ ডেস্ক;

দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কালা বিবি দিঘীর মোড় এলাকায় “আনোয়ারা ডেন্টাল কেয়ার এন্ড ডক্টর’স চেম্বারের গতকাল ১ জুলাই (সোমবার) বিকাল ৪টায় শুভ উদ্বোধন করা হয়,আনোয়ারা ডেন্টাল কেয়ার এন্ড ডক্টর’স চেম্বারে ফিতা কেটে উদ্বোধন করেন, মিসেস হোসনে আরা বেগম, রোমানা বিনতে রব্বানী, আনোয়ারা সরকারি হাই স্কুলের শিক্ষক জামশেদুল আলম, হুমাইরা কবির আসমা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আনোয়ারা ডেন্টাল কেয়ার এন্ড ডক্টর’স চেম্বারের পরিচালক ডাক্তার রাশেদুল আলম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা উদ্দিন মাহমুদ।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নীল মানবাধিকার উন্নয়ন সংস্থা সহ-সভাপতি মাষ্টার ইয়াকুব আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীল মানবাধিকার উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় চেয়ারম্যান এসকান্দর চৌধুরী হিরো, কর্ণফুলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক , এম জামাল উদ্দিন, মোঃ মহিউদ্দিন, রহিম উদ্দিন, পারভেজ,নোবেল চৌধুরী,মুক্তা বণিক,কাঞ্চন সহ অনেকে

আনোয়ারা ডেন্টাল কেয়ার এন্ড ডক্টর’স চেম্বারে রোগীদের আন্তরিকতার সহিত সেবার নিশ্চয়তা, সম্পূর্ণরূপে অটোক্লেভ জীবাণুমুক্ত করণ, সর্বাধুনিক ডেন্টাল ইন্সট্রুমেন্ট, সুপ্রশস্ত নিরাপদ এবং মনোরম পরিবেশ, কম খরচে উন্নত মানের চিকিৎসা সেবা প্রদান করে থাকেন।

আনোয়ারা ডেন্টাল কেয়ার এন্ড ডক্টর’স চেম্বারের রোগীদের জন্য থাকছে, রুট ক্যানেল ট্রিটমেন্ট,দাঁত বাঁধানো,ক্যাপ ও ব্রীজ, বিভিন্ন প্রকার ফিলিং, স্কেলিং ও পলিশিং,ব্যাথামুক্ত দাঁত উঠানো, আক্কেল দাঁতের চিকিৎসা, শিশুদের দাঁতের চিকিৎসা, আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা, ডেন্টাল এক্স-রে, বিশেষজ্ঞ ডাক্তাররা চিকিৎসা সেবায় নিয়োজিত থাকবেন এই ডক্টর চেম্বারে।