আনোয়ারা প্রতিদিন
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উওর বন্দর গাউছিয়া হাশেমীয়া মাদ্ররাসা হেফজখানা ও ইতিমখানার ৭ম তম সালানা জলসা ও ওরশে ইমাম হাশেমী (রা:) অনুষ্টিত।
গত বুধবার (১৬ ডিসম্বর )সকাল ১০টা হইতে মাদ্ররাসা সংলগ্ন ময়দান প্রাঙ্গণে চট্টগ্রাম আহসানুল উলুম জামেয়া গাউছিয়া (কামিল) মাদ্ররাসা মুহাদ্দীস,সাজ্জাদাশীল শাহাজাদা এ ইমামে আহলে সুন্নাত হযরতুলহাজ্ব আল্লামা মাওলানা মুফতি কাযী আবুল এরফান হাশেমী(মা.জি.আ.) সভাপতিত্বে উক্ত সালানা জলসা ও ওরশে ইমাম হাশেমী (রা:) অনুষ্ঠিত হয়।
উক্ত সালানা জলসা ও ওরশে ইমাম হাশেমী (রা:) প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,আনন্জুমানে রাজভীয়া নূরীয়া টাস্ট- বাংলাদেশ চেয়ারম্যান, পীরে ত্বরিকত আল্লামা আবুল কাশেম নূরী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আনন্জুমানের মুহিব্বানে রাসূল (সা:)গাউছিয়া জিলানী কমিটি বাংলাদেশ সভাপতি সাজ্জাদাশীল শাহাজাদা এ ইমামে আহলে সুন্নাত হযরতুলহাজ্ব আল্লামা মাওলানা কাযী আবুল ফোরকান হাশেমী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাজ্জাদাশীল শাহাজাদা এ ইমামে আহলে সুন্নাত হযরতুলহাজ্ব আল্লামা মাওলানা কাযী আবুল শরফুদ্দিন হাশেমী,গাউছিয়া হাশেমী কমিটি বাংলাদেশ আহবায়ক সাজ্জাদাশীল শাহাজাদা এ ইমামে আহলে সুন্নাত হযরতুলহাজ্ব আল্লামা মাওলানা কাযী বাহাউদ্দীন হাশেমী, গাউছিয়া হাশেমী কমিটি বাংলাদেশ যুগ্ন আহবায়ক সাজ্জাদাশীল শাহাজাদা এ ইমামে আহলে সুন্নাত হযরতুলহাজ্ব আল্লামা মাওলানা কাযী মুহাম্মদ জিয়াউদ্দীন হাশেমী।
এতে সভাপতিত্ব করে, উওর বন্দর গাউছিয়া হাশেমীয়া মাদ্ররাসা হেফজখানা ও ইতিমখানার পরিচালক মাওলানা মনির আহম্মদ আনোয়ারী, মুহাম্মদ আহম্মদ হোসেন প্রমুখ।