চোয়ালি ব্রীজের বেহাল দশা

আনোয়ারা প্রতিদিনঃ

আনোয়ারা উপজেলার ডুমুরিয়া রুদুরা কালা গাজী সড়কের জায়েকা কতৃক নির্মিত চোয়ালী ব্রীজে এ বালীর ড্রেজারের  ধাক্কায় পুর্ব অংশে ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় পথে।

উল্লেখ্য যে, ডুমুরিয়া-রুদুরা  গ্রামের প্রতি নিয়ত এই ব্রীজ দিয়ে দশ হাজারের অধিক জনসাধারণ চলাফেরা  করে থাকেন।

এ ব্যাপারে স্থানীয় রুদুরা গ্রামের মেম্বার জিয়াউল হক জানান,এই ভাংঙ্নের বিষয়ে উপজেলা ইন্জিনিয়ার কে অবহিত করা হয়েছ।

এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান ইয়াছিন হিরু বলেন,  উপজেলা চেয়ারম্যান এর সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।