কর্ণফুলী প্রতিনিধি,আনোয়ারা প্রতিদিন;
করোনার থেকে বাচাঁর উপায় সচেতনতা। শারীরিক দুরত্ব বাড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়তার সাথে করোনা দূর্যোগ মোকাবেলায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
এ লড়াই রাষ্ট্র একা পারবেনা।সম্মিলিতভাবে সবাই এগিয়ে আসতে হবে।কর্ণফুলী নতুন উপজেলা।এখনো অবকাঠামো গড়ে উঠেনি।স্বাস্হ্যকেন্দ্র স্হাপনে ভূমিমন্ত্রী নিরলস ভাবে কাজ করছে।তবে আমরা করোনা প্রতিরোধে আমাদের কারো অভিজ্ঞতা নেই। এক্ষেত্রে আলেমরা বিরাট ভূমিকা পালন করতে পারেন।
চরপাথরঘাটা ইউনিয়ন সামাজিক সংগঠন সমন্বয় পরিষদে উদ্যোগে করোনা প্রতিরোধে আলেমদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী উপরোক্ত এ কথা বলেন।
সংগঠনের আহবায়ক ডায়মন্ড সিমেন্টে পরিচালক লায়ন হাকিম আলী সভাপতিত্বে এক সভা আজ ২৬জুন অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন
কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ নোমান হোসেন প্রিন্স ডাঃ সরফরাজ খান চৌধুরী বাবুল,সাবেক সিভিল সার্জন, মোঃ ইসমাঈল হোসেন, ওসি কণফুলী,
হায়দার আলী রনি সাধারন সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ
কমিটির যুগ্ন আহবায়ক,দক্ষিণ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ।
মাস্টার হাফেজ আহমদ,আলহাজ্ব এম এ মারুফ,ছৈয়দ আহমদ,
নুর আহম্মদ,কামাল আহম্মেদ রাজা,আমির আহমেদ আমু, শাহেদুর রহমান শাহে,মনির আহমদ মার্শাল,
আলী হায়দার, আনোয়ার সাদাত মোবারক,ফরিদ জুয়েল, তাহের আহমদ মেম্বার,সেলিম খান,মহিউদ্দিন মঞ্জু,দেলোয়ার হোসাইন, সাজ্জাদ সাজিদ, সাঈদ হোসেন ইম,দেলোয়ার হোসেন জনি।
আলেমদের মাঝে বক্তব্য রাখেন, ওমর ফারুক জব্বারী
আহমেদ হোসেন নিজামি,কামরুল ইসলাম আনোয়ারী
সাদেকুর রহমান, সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মুসা সিকদার, রমজান আলী রমু,রহিম আলী,
নজরুল ইসলাম, নাজিমুদ্দিন রিয়াদ,আরমান হায়দার,
সাইফুদ্দিন সাইফ।
অনুষ্ঠান সঞ্চালনায় সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ সেলিম হক।