চট্টগ্রামের মানুষ চিকিৎসার জন্য ভূল পথে হাঁটছে?

 

চট্টগ্রামে আক্রান্ত বেড়ে যাওয়ার কারণ মানুষ হাসপাতাল ও টেস্টের জন্য কোন নিয়ম না মেনে ভিড করছে । যথাক্রম :- গার্মেন্টস. শপিং মল, অলি গলিতে আড্ডা চলছে। আর শরীরে জ্বর থাকিলে লজ্জার কারণে কাউকে বলছে না তাদের করোনা আছে প্রতিরোধ ক্ষমতা আছে বিধায় তাহারা সামনে ঔষদ খেয়ে ভাল হয়ে যাচ্ছে।

আমি ঐসব লোকদের আপনার গায়ে জ্বর কাশি সর্দী গলা ব্যথা থাকলে ঘরে থাকুন এবং ঔষদ সেবন করুন ১৪ দিন। জ্বর : ন্যাপা রাপিড, গলা ব্যথা : ডকসিন/ ডকসিক্যাপ. কাশি পেকজু । আর বেশী জ্বর কাশি থাকিলে এ জেড ৫০০ এমজি খাবেন । সংগে সংগে ডাক্তার পরামর্শ নিবেন।

এত মানুষ মারা যাচ্ছে কেন
প্রায় সবাই চিকিৎসার জন্য যে কোন ধরণের হাসপাতালের দিকে ছুটচে । সেখানে এত লোকের চিকিৎসা দেয়া তো সম্ভবই নয় অধিকন্ত সেখানে গেলে (১) পরিবেশের কারণে ও মানসিক চাপে , হার্ট এ্যাটাক (২) পার্শ্ববর্তী রোগি থেকে সংক্রমণ(৩) সেপটিসেমিয়া(৪) চিকিৎসা জটিলতা কারণে রোগ বৃদ্ধি হয়ে মানুষ মৃর্ত্যুবরণ করছে।
আমি হাসপাতাল বা স্বাস্হ্য সেবা আরো সর্তক হওয়ার পরামর্শ দিচ্ছি।