আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারা উপজেলা সহ¯্রাধিক কিতাবের লেখক ইমামে আহলে সুন্নাত চতুর্দশ শতাব্দীর মোজাদ্দেদ ইমাম আহমদ রেযা খান (রহ:) ১০১ তম ওফাত দিবস উপলক্ষে ২য় তম আ’লা হযরত কনফারেন্স’১৯ গত বুধবার আনোয়ারা উপজেলার এড. আবদুল জলিল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষক, লেখ ও প্রকাশক জামাল উদ্দিন এবং তাকে বার আউলিয়ার ইতিহাস ও আ’লা হযরত গবেষনায় এবং প্রকাশনায় অবদান রাখায় তাকে ও উপাধ্যক্ষ মুফতি আবুল কাসেম মোঃ ফজলুল হককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অধ্যক্ষ শেখ মুহাম্মদ আব্বাস উদ্দিন আনোয়ারী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মুহাম্মদ আব্দুল অদুদ, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ খালেক শওকী, শুভেচ্ছা বক্তব্য রাখেন ড. মুফতি মুহাম্মদ বখতিয়ার উদ্দিন, প্রধান বক্তা ছিলেন উপাধ্যক্ষ আল্লামা আবদুল আজিজ আনোয়ারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এ..িট.এম শাহজালাল, আলহাজ্ব এইচ.এম. নজরুল ইসলাম, অধ্যক্ষ আল্লামা মহিউদ্দিন হাশেমী, আল্লামা এস.এম. আবদুল মুমিন, মুফতি আ.স.ম এয়াকুব হোসেন আলকাদেরী, মুহাদ্দেস এস.এম. মঈনুদ্দিন হেলাল, মাওলানা মুহাম্মদ রেজাউল করিম তালুকদার, অধ্যক্ষ পীরজাদা ষৈয়দ মাহমুদুল হক নঈমী, মুফতী কাজী শাকের আহমদ, মাওলানা আনোয়ার ইসলাম আনোয়ারী, মাষ্টার ইয়াকুব আলী, শায়ের মুহাম্মদ এনামুল হক, মাষ্টার মোঃ আবুল হোসেন, এস.এম. নাছির উদ্দিন, মাওলানা মুহাম্মদ আবদুল কাদের, কাজী মাওলানা মুহাম্মদ দিদারুল ইসলাম, অনুষ্ঠান সঞ্চালনায় শাহজাদা মাওলানা আব্দুল কাদের চাঁন মিয়া, মাওলানা মুনির আহমদ আনোয়ারী, মাওলানা নুর মোহাম্মদ আলকাদেরী।
আলোচক ও অতিথি ঃ ড. মুহাম্মদ জাফরুল্লাহ, ড. মুহাম্মদ আবদুল মাবুদ, ড. মুহাম্মদ খলিলুর রহমান, অধ্যক্ষ কাজী আবদুল হান্নান, অধ্যক্ষ ডি.আই.এম. জাহাঙ্গীর, সুপার আল্লামা মুহাম্মদ সোলাইমান, সুপার আল্লামা মুহাম্মদ মুজিবুর রহমান, মাওলানা মুহাম্মদ আবদুল কাদের, এস.এম. নাছির উদ্দিন ছিদ্দিকী। কনফারেন্স পরিচালনায় মাওলানা কাজী রফিকুল ইসলাম আনোয়ারী, শায়ের মুহাম্মদ এনামুল হক। আয়োজনে ইমামে আযম ও আ’লা হযরত গবেষনা পরিষদ, আনোয়ারা, চট্টগ্রাম।
আনোয়ারা উপজলোয় আ’লা হযরত কনফারন্সে’১৯ অনুষ্ঠতি আনোয়ারা উপজলো সহ¯্রাধকি কতিাবরে লখেক ইমামে আহলে সুন্নাত চর্তুদশ শতাব্দীর মোজাদ্দদে ইমাম আহমদ রযো খান (রহ:) ১০১ তম ওফাত দবিস উপলক্ষে ২য় তম আ’লা হযরত কনফারন্সে’১৯ গত বুধবার আনোয়ারা উপজলোর এড. আবদুল জললি মলিনায়তনে অনুষ্ঠতি হয়। এতে সংর্বধতি অতথিি হসিবেে উপ¯’িত ছলিনে গবষেক, লখে ও প্রকাশক জামাল উদ্দনি এবং তাকে বার আউলয়িার ইতহিাস ও আ’লা হযরত গবষেনায় এবং প্রকাশনায় অবদান রাখায় তাকে ও উপাধ্যক্ষ মুফতি আবুল কাসমে মোঃ ফজলুল হককে সম্মাননা ক্রস্টে প্রদান করা হয়।
অধ্যক্ষ শখে মুহাম্মদ আব্বাস উদ্দনি আনোয়ারী এর সভাপতত্বিে প্রধান অতথিি হসিবেে উপ¯’িত ছলিনে প্রফসের ড. মুহাম্মদ আব্দুল অদুদ, উদ্বোধক হসিবেে উপ¯’িত ছলিনে অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ খালকে শওকী, শুভ”েছা বক্তব্য রাখনে ড. মুফতি মুহাম্মদ বখতয়িার উদ্দনি, প্রধান বক্তা ছলিনে উপাধ্যক্ষ আল্লামা আবদুল আজজি আনোয়ারী, বশিষে অতথিি হসিবেে উপ¯’িত ছলিনে আলহাজ্ব এ..টি.এম শাহজালাল, আলহাজ্ব এইচ.এম. নজরুল ইসলাম, অধ্যক্ষ আল্লামা মহউিদ্দনি হাশমেী, আল্লামা এস.এম. আবদুল মুমনি, মুফতি আ.স.ম এয়াকুব হোসনে আলকাদরেী, মুহাদ্দসে এস.এম. মঈনুদ্দনি হলোল, মাওলানা মুহাম্মদ রজোউল করমি তালুকদার, অধ্যক্ষ পীরজাদা ষয়ৈদ মাহমুদুল হক নঈমী, মুফতী কাজী শাকরে আহমদ, মাওলানা আনোয়ার ইসলাম আনোয়ারী, মাষ্টার ইয়াকুব আলী, শায়রে মুহাম্মদ এনামুল হক, মাষ্টার মোঃ আবুল হোসনে, এস.এম. নাছরি উদ্দনি, মাওলানা মুহাম্মদ আবদুল কাদরে, কাজী মাওলানা মুহাম্মদ দদিারুল ইসলাম, অনুষ্ঠান সঞ্চালনায় শাহজাদা মাওলানা আব্দুল কাদরে চাঁন ময়িা, মাওলানা মুনরি আহমদ আনোয়ারী, মাওলানা নুর মোহাম্মদ আলকাদরেী। আলোচক ও অতথিি ঃ ড. মুহাম্মদ জাফরুল্লাহ, ড. মুহাম্মদ আবদুল মাবুদ, ড. মুহাম্মদ খললিুর রহমান, অধ্যক্ষ কাজী আবদুল হান্নান, অধ্যক্ষ ড.িআই.এম. জাহাঙ্গীর, সুপার আল্লামা মুহাম্মদ সোলাইমান, সুপার আল্লামা মুহাম্মদ মুজবিুর রহমান, মাওলানা মুহাম্মদ আবদুল কাদরে, এস.এম. নাছরি উদ্দনি ছদ্দিকিী। কনফারন্সে পরচিালনায় মাওলানা কাজী রফকিুল ইসলাম আনোয়ারী, শায়রে মুহাম্মদ এনামুল হক। আয়োজনে ইমামে আযম ও আ’লা হযরত গবষেনা পরষিদ, আনোয়ারা, চট্টগ্রাম।