কোন অন্যায় ও অবৈধ কর্মকান্ডের সাথে জড়িত নন বলে দাবি কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান-ফারুক চৌধুরী

 

সৈয়দ কায়সার আশরাফী—
নবগঠিত চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার দৃশ্যমান উন্নয়ন, আওয়ামীলীগের সাংগঠনিক কার্যক্রম বিঘিন্নন করার জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা পরিষদ। তিনি দাবি করেন কোন অন্যায় ও অবৈধ কর্মকান্ডের সাথে জড়িত নন, কখনো ছিলেন নাও। সৎভাবে জীবন যাপন করার চেষ্ঠা এবং আদর্শিক রাজনীতি করার চেষ্ঠা করছেন বলেও দাবি করেন।
বুধবার ডিসেম্বর) সাড়ে ১২ টায় উপজেলার শিকলবাহা ক্রসিং এলাকায় একটি কমিউনিটি সেন্টাওে তিন উপজেলার সাংবাদিকদেও সামনে সংবাদ সম্মেলনে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী বলেন, আমি দায়িত্ব গ্রহণের পর থেকে স্থানীয় একটি কুচক্রীমহল আমার বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার ও ষড়যন্ত্র চালিয়ে আসছে। অনলাইন পোর্টাল, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও পত্রিকায় সংবাত প্রকাশ করে আসছে। যেগুলোর সাথে বিন্দু মাত্র সম্পৃক্ততা নাই।
২০১৫ সালে র‌্যাবের হাতে নিহত মাদক ব্যবসায়ী জাফরের বাড়ি আনোয়ারা বদলপুরা গ্রামে। তাকে নিয়ে একজন লোক একটা সমস্যা নিয়ে ২০১৪ সালে আমার কাছে আসে। সে মাদক ব্যবসায়ী কিনা তা আমি জানতাম না।
এ সময়ে কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা এম.এন ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম নিশি, জুলধা ইউপি চেয়ারম্যান রফিক আহমদ, সাবেক চেয়ারম্যান আবুল কালাম বকুল, উপজেলা যুবলীগের সভাপতি সোলায়মান তালুকদারসহ মুক্তিযোদ্ধা, পেশাজীবি ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।