আনোয়ারা প্রতিদিনঃ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী বাজারের ‘দাওয়াত রেষ্টুরেন্ট ‘এ কর্ণফুলী আনোয়ারা অনলাইন প্রেসক্লাবের সুধী সমাবেশ ও ইফতার মাহফিল গত ২৪ এপ্রিল (রবিবার) অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, চট্টগ্রামের সময় নিউজের প্রকাশক/সম্পাদক, কর্ণফুলী আনোয়ারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম ডি এইচ রাজু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনোয়ারা পশ্চিম পটিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক নয়াবাংলার সহ সম্পাদক জাহের মুহাম্মদ আলাউদ্দিন খান।
প্রধান বক্তা ছিলেন, অধ্যক্ষ ড. এ রাজ্জাক রাজু, সভাপতি লেখক গবেষক ফোরাম সাহিত্যেক।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাস্কর ডি,কে দাশ (মামুন),গবেষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পরিচালক সন্দীপনা বাংলাদেশ, কর্ণফুলী প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিউল আজম চৌধুরী, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক,কর্ণফুলী প্রেসক্লাবের সভাপতি ইয়াকুব আলী, কর্ণফুলী আনোয়ারা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহসিন পারভেজ, দৈনিক ভোরের ডাকের আনোয়ারা প্রতিনিধি ইমরান বিন ইসলাম, সাংবাদিক রাজিব শর্মা,শায়ের মুহাম্মদ এনামুল হক আলকাদেরী,ফোরকান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন, আনোয়ারা প্রেসক্লাবের সহ সম্পাদক আর জি বাংলা টিভি র বিভাগীয় ব্যবস্থাপক মুহাম্মদ জামাল উদ্দীন।
উক্ত সুধী সমাবেশ ও ইফতার মিলাদ কেয়াম শেষে দেশ ও জাতীর জন্য দোয়া করা হয়।