আনোয়ারায় “জোনাকী ফাউন্ডেশন”র ৫টি কার্যক্রম  অনুষ্ঠিত 

আনোোয়ারা উপজেলায় “জোনাকী ফাউন্ডেশন’র উদ্দ্যোগে আনোয়ারা ট্রেডিং কর্পোরেশনের স্বত্তাধিকারী শেখ মুহাম্মাদ সরওয়ার হোসেনের সার্বিক সহযোগিতায় ২ ধাপে সম্পন্ন হল ৫টি কার্যক্রম।

১ম ধাপে শিলাইগড়া সৈয়দ বাড়ী মাদ্রাসাতুল মদীনা’র ৯০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ।

এতে সভাপতিত্ব করেন, ডা. মুহাম্মাদ রাশেদুল আলম, চেয়ারম্যান “জোনাকী ফাউন্ডেশন”আনোয়ারা

প্রধান অতিথি ছিলেন শেখ মুহাম্মাদ সরওয়ার হোসেন,

উদ্ভোধক ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এস এম ফোরকান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসার প্রধান মাওলানা হেলাল সাহেব ও প্রতিষ্ঠাতা সদস্য আবু তাহের।

২য় অধিবেশন,  “জোনাকী ফাউন্ডেশন” কর্তৃক কম্বল বিতরণ,গাইড বই(৪র্থ থেকে ৮ম শ্রেনী) বিতরণ,মরহুম মাওলানা শেখ আবুল বশর স্মৃতি পাঠাগার এবং মহানুভবতার দেয়াল এর শুভ উদ্বোধন।

২য় অধিবেশন “জোনাকী ফাউন্ডেশন “এর চেয়ারম্যান ডাঃ রাশেদুল আলমের সভাপতিত্ত্বে জোনাকী ফাউন্ডেশনের সদস্য মু রিফাত মিয়া এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনোয়ারা ট্রেডিং কর্পোরেশনের স্বত্বাধিকারী শেখ মুহাম্মদ সরওয়ার হোসেন।

উদ্বোধকের বক্তব্য রাখেন বারখাইন জামেয়া জুমহুরিয়া ফাযিল মাদ্রাসার উপ অধ্যক্ষ-আলহাজ্ব শামসুদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আই ডি এফ কর্মকর্তা লোকমান আলী,জোনাকী ফাউন্ডেশনের সিনিয়র সদস্য ইসতিয়াক রাসেল সহ-জোনাকী ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এস এম আজম শুভ,ইরফানুল হক সাজিন,শাহাদাত হোসেন,ইকবাল আহমেদ,কলিম উদ্দিন,সাইমুন কাশেম,নাছরিন সুলতানা শিমু,ফারহানা আক্তার,ফারহানা বিনতে, রাশেদ,হাছিবুল ইসলাম,ইয়াছিন সহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শেখ মুহাম্মদ সরওয়ার হোসেন বক্তব্যের প্রাক্কালে বলেন জোনাকী ফাউন্ডেশন মানবতার রুল মডেল।এই সংগঠনের চিন্তা চেতনা,পরিকল্পনা সবি দারিদ্র বিমোচন কেন্দ্রীক।অবশেষে সকলের কাছে তাঁর মরহুম মাতা পিতার জন্য দোয়া প্রার্থনা করেন।

জোনাকী ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ রাশেদুল আলম বলেন, আমাদের একটাই লক্ষ্য যাতে কোনো গরিব ছেলে মেয়ের পড়াশোনা টাকার অভাবে নষ্ট হয়ে না যায়।আমরা সবসময় অসহায় মানুষের পাশে থাকব। শীতার্তদের পাশে থাকবো। কম্বল বিতরণ অনেকেই করে কিন্তু অসহায় থাকা সত্ত্বেও ছবি তোলার ভয়ে অনেকে কম্বল নিতে আসে না,তবে “জোনাকী ফাউন্ডেশন” আপনাদের পাশে থাকবে।সুখেদুঃখে সাথী হয়ে।