আনোয়ারায় উন্নয়ন প্রকল্পে চাঁদাবাজি ১০ মামলার পলাতক আসামি ‘ট্যাটু সোহেল’ গ্রেপ্তার

সাইফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক ;

চট্টগ্রামের আনোয়ারা থানার পুলিশের বিশেষ অভিযানে চাঁদাবাজি, সন্ত্রাস, ছিনতাইসহ মোট ১০টি মামলার পলাতক আসামি মোহাম্মদ সোহেল প্রকাশ ট্যাটু সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, বাংলাদেশ সরকারের পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের কেয়াঘড় সুইচ গেট নির্মাণ প্রকল্পে কাজ চলাকালে ঠিকাদার ও শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করে একটি সন্ত্রাসী চক্র। ওই চক্রের অন্যতম সদস্য ট্যাটু সোহেল।

মামলার বিবরণে জানা যায়, গত ৪ জানুয়ারি ২০২৬ তারিখে অভিযুক্তরা নির্মাণস্থলে গিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধির কাছে নগদ ২৫ লাখ টাকা ও একটি মোটরসাইকেল চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা কাজ বন্ধ করে দেয় এবং শ্রমিকদের মারধর করে।

পরবর্তীতে পুনরায় ঘটনাস্থলে গিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয় এবং কাজ চালু রাখলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী ঠিকাদার আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্ত ট্যাটু সোহেল আত্মগোপনে ছিলেন।

সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয় পুলিশ। চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং আনোয়ারা সার্কেলের তত্ত্বাবধানে আনোয়ারা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নি.) শিমুল চন্দ্র দাস সঙ্গীয় ফোর্স ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

এরই ধারাবাহিকতায় গত ১২ জানুয়ারি ২০২৬ রাতের দিকে আনোয়ারা থানার চাতরী ইউনিয়নের ১নং ওয়ার্ড (মহতরপাড়া) নিজ এলাকা থেকে মোহাম্মদ সোহেল প্রকাশ ট্যাটু সোহেল (২৮) কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।