“সম্প্রীতি, সৌহার্দ্য ও কল্যাণ এ তিনটি লক্ষ্যে গঠিত পারিবারিক সংগঠন রিলেশানের উদ্যোগে আনোয়ারা উপজেলার বরুমচড়া গ্রামের মরহুম মুসলিম আহমদ চৌধুরী বাড়িতে বার্ষিক পারিবারিক পূনর্মিলনী ও ফ্রি চিকিৎসা ক্যাম্প।
অদ্য ২৫/১২/২০১৯ রোজ বুধবার সকাল ১০ টা হতে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পে
চট্টগ্রামের স্বনামধন্য মেডিসিন বিশেষজ্ঞ, চট্টগ্রাম BITID এর ডাইরেক্টর প্রফেসর ডা. এম,এ,হাছান চৌধুরী, ওনার স্ত্রী বিশিষ্ঠ শিশু বিশেষজ্ঞ ,চট্টগ্রাম মেডিকেল কলেজ শিশু স্বাস্থ্য বিভাগের সহকারি অধ্যাপক ডা. কামরুন নাহার লুনা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন হাসপাতাল এর মেডিকেল অফিসার ডা.ইসরাতুল জান্নাত নাঈমা’ তিন শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাসেবা ও রোগিদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করেন।
উল্লেখ্য প্রফেসর এম,এ,হাছান চৌধুরীর পিতা সাবেক ফরেষ্ট রেঞ্জার মরহুম মুসলিম আহমদ চৌধুরী বাড়ির সৌহার্দ্য, উন্নয়ন ও কল্যাণমূলক সংগঠন Relation এর উদ্যোগে এ চিকিৎসা ক্যাম্প ও পারিবারিক প্রীতিমিলনী বরুমচড়াস্থ নিজ বাড়িতে ২০০৫ সাল হতে প্রতি বৎসর অনুষ্ঠিত হয়।