আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড শীল বাড়ীতে ৮ বসতঘর আগুনে পুড়েঁ চাই। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, রান্নাঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
গত (১৭ মার্চ) সন্ধ্যা ৭টার সময় বরুমচড়া ইউনিয়নের শীল বাড়িতে আগুন লাগে। আগুনে ৮ বসতঘর পুড়েঁ ছাই হয়ে যায়।
এতে, ক্ষতিগ্রস্তরা হলেন শীল বাড়ির প্রবাদ শীল,লিটন শীল,হীমাংসু শীল,মিলন শীল,সাদন শীল,বিকাশ শীল,শংকু শীল ও টিংকু শীল। আগুনে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ ক্ষয়-ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ লক্ষ টাকা বলে জানান।
স্থানীয় রা জানান, সন্ধ্যা ৭ টার দিকে শীল বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের শিখা সর্বত্র ছড়িয়ে পড়লে স্হানীয়রা আগুন নিভানোর চেস্টা করে, পরে আনোয়ারা ফায়ার সার্ভিস কর্মকর্তা দুলাল মৃত্যচারের নেতৃত্বে ৭ সদস্যের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নেয়।