ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, আনোয়ারায় ব্যাপক উন্নয়ন কাজ চলমান রয়েছে। কর্ণফুলী টানেলের কাজ প্রায় অর্ধেক শেষ হয়েছে। ক্রসিং ওয়াই জংশন থেকে কালাবিবির দীঘির মোড় পর্যন্ত ছয় লেন সড়কের প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে,শীঘ্রই কাজ শুরু হবে।
মিরশ্বরাই থেকে আনোয়ারা উপক’ল হয়ে কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ সড়কের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের পর আনোয়ারার দৃশ্যই পাল্টে যাবে। শহর আর আনোয়ারার মধ্যে পার্থক্য থাকবেনা।
২৯ ফেব্রুয়ারি বিকালে উপজেলা হলরুমে দরিদ্র মানুষের জন্য নির্মিত সরকারের ৭৪ টি বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে। এর আগে অন্য আরো দল ক্ষমতায় ছিল। তারা নিজেদের পকেট ভারী করেছে। দেশের কোনো দরিদ্র মানুষ ভূমিহীন থাকবেনা।
এজন্য ভূমি মন্ত্রণালয় ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে। একমাত্র শেখ হাসিনার সরকারই পারে দেশের উন্নয়ন করতে। এজন্য বর্তমান সরকারের উপর আস্থা রাখুন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল ধর, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৈরাগ ইউপি চেয়ারম্যান মো. সোলায়মান, বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, চাতরী ইউপি চেয়ারম্যান ইয়াছিন হিরুসহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মকর্তা কর্মচারী ও উপজেলা আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ভূমিমন্ত্রী জায়গা আছে জমি নেই প্রকল্পে উপকার ভোগীদের জন্য নির্মিত ৭৪ টি বাড়ির চাবি হস্তান্তর করেন।