আনোয়ারায় ২৮০ পিচ ইয়াবাসহ আবু ইউসুফ আলম আটক

আনোয়ারায় ২৮০ পিচ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। ২৬ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৪টায় বরুমচড়া ইউনিয়নের হাজী কালা মিয়ার বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম মো. আবু ইউসুফ আলম প্রকাশ রাজু। সে গুয়াপঞ্চক গ্রামের পাঁচ সিকদার বাড়ীর মৃত আবু শামার ছেলে।

জানা যায়, গোপন সংবাদের পেয়ে পুলিশ বরুমছড়া এলাকায় অভিযান চালায়।  এসময় হাজী কালা মিয়া বাড়ির সামনে রাজুর গতিবিধি সন্দেহ হলে তাকে আটক করা হয়। তার দেহে তল্লাশি চালিয়ে নীল রংয়ের একটি পলি প্যাকে ২০০ পিচ ও সাদা রংয়ের আরেকটি পলি প্যাকে ৮০ পিচ ইয়াবা পাওয়া যায়।

এ ব্যাপারে এস আই ইকরামউজ্জামান  বলেন, গোপনে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে  রাজুকে ইয়াবাসহ আটক করি। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।