মুজিব বর্ষ” উদযাপন উপলক্ষ্যে আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপের রচনা প্রতিযোগিতা (২য় পর্ব) অনুষ্ঠিত

 

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী “মুজিব বর্ষ” উদযাপনের অংশ হিসেবে চট্টগ্রামের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপ এর আয়োজনে অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর বিষয় ভিত্তিক উপস্থিত রচনা প্রতিযোগিতা৷

২৪ ফেব্রুয়ারি ২য় পর্বে অানোয়ারার বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের অষ্টম,নবম ও দশম শ্রেণীর মোট ৫০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।

রচনা প্রতিযোগিতার উদ্ধোধন করেন বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আমিরুজ্জামান৷

নির্ধারিত ৪৫ মিনিট পরীক্ষাগ্রহণ শেষে প্রতিযোগীদের মধ্যে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়৷

এসময় আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপের উপদেষ্টা মোরশেদ হোসেন, বরুমচড়া ভূমি সহকারী কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন, প্রকৌশলী ছলিম আল আনোয়ার, নীল জামশেদ, হালিমা আকতার, আইরিন সুলতানা, নাছরিন সুলতানা শিমু উপস্থিত ছিলেন৷

উল্লেখ্য, প্রতিটি বিভাগে বিজয়ীদের আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ক্রেস্ট ও পুরুস্কার প্রদান করা হবে৷