মুজিব বর্ষ” উদযাপন উপলক্ষ্যে দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করলেন আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপ

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী “মুজিব বর্ষ” উদযাপনের অংশ হিসেবে চট্টগ্রামের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপ এর আয়োজনে আজ অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর বিষয় ভিত্তিক উপস্থিত রচনা প্রতিযোগিতা৷

আজকের এই প্রতিযোগিতায় অানোয়ারার দঃ বন্দর উচ্চ বিদ্যালয়ের অষ্টম,নবম ও দশম শ্রেণীর মোট ৪০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
প্রতিযোগিতার বিষয় গুলো ছিলো-
বাংলাদেশের স্বাধীনতা অান্দোলনের পটভূমিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান৷ (অষ্টম শ্রেণী)।
১৯৬৯ এর গণ অভ্যুত্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব৷ (নবম শ্রেণী)।
স্বাধীনতা পরবর্তি যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী পরিকল্পনা ও সফলতা৷ (দশম শ্রেণী)।

আজ ১৯ ফেব্রুয়ারি  বুধবার সকালে রচনা প্রতিযোগিতার উদ্ধোধন করেন দঃ বন্দর স্কুলের রেক্টর প্রকৃতি রঞ্জন দত্ত ৷ এসময় তিনি বলেন, জাতির শ্রেষ্ট সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর এইরকম একটি রচনা প্রতিযোগিতা আয়োজনের জন্য আমার প্রতিষ্ঠান দঃ বন্দর উচ্চ বিদ্যালয়কে নির্বাচিত করায় আমি আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপকে ধন্যবাদ জানাই৷ সেই সাথে এই প্রোগ্রামের সর্বাত্মক সফলতা কামনা করি৷
নির্ধারিত ৪৫ মিনিট পরীক্ষাগ্রহণ শেষে প্রতিযোগীদের মধ্যে শুভেচ্ছা উপহার হিসেবে ‘কলম’ তুলে দেওয়া হয়৷
এসময় আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপের উপদেষ্টা মিজানুর রহমান, এডমিন নীল জামশেদ ও সাইফুল ইসলাম এবং মডারেটর হালিমা আকতার উপস্থিত ছিলেন৷
পুরো আয়োজনটির সার্বিক দায়িত্বে ছিলেন আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপের এডমিন প্রকৌশলী ছলিম আল আনোয়ার৷

উল্লেখ্য, প্রতিটি বিভাগে বিজয়ীদের (১ম,২য় ও ৩য়) আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ক্রেস্ট ও পুরুস্কার প্রদান করা হবে৷