আনোয়ারা মধ্যম শোলকাটা গ্রামে অবস্থিত হযরত গাজী শাহ (রহ:)’র বার্ষিক ওরশ শরীফ ও অত্র এলাকার মরহুম মরহুমাতাদের স্মরণে ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়।
গত ১৮ ফেব্রুয়ারি দরগাহ্ প্রাঙ্গণে মধ্যম শোলকাটা গাউছিয়া হাশেমীয়া চার আউলিয়া সুন্নীয়া ইবতেদায়ী মাদ্রাসার পরিচালক মাওলানা মনির আহমদ আনোয়ারী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয় হযরত গাজী শাহ (রহ:)’র বার্ষিক ওরশ শরীফ ও ইছালে সওয়াব মাহফিল।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন:- বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গাউছিয়া হাশেমী কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের যুগ্ম আহ্বায়ক শাহজাদা এ ইমামে আহলে সুন্নাত, আলহাজ্ব মাওলানা কাযী মুহাম্মদ জিয়া উদ্দিন হাশেমী ছাহেব।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন:- মাওলানা ইলিয়াছ আজম নুরী, মাওলানা আব্দুচছত্তার নুরী ছাহেব, মাওলানা মুখতার আহমদ সাহেব, মাওলানা সৈয়দ নুর, মাওলানা বেলায়ত হোসেন, মাওলানা ছৈয়দ হোছাইন ও আব্দুস সত্তার প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন:- মুহাম্মদ ফারুক ভান্ডারী।
ব্যাবস্থাপনায় ছিলেন :- মধ্যম শোলকাটা হযরত গাজী শাহ্ বার্ষিক ওরশ উদযাপন কমিটি ও এলাকার সর্বস্তরের সুন্নী জনতা, আনোয়ারা, চট্টগ্রাম।