আনোয়ারায় পরৈকোড়া গ্রামের ১৮ বাড়ীতে আগুন,ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লক্ষাধিক

চট্টগ্রাম আনোয়ারা উপজেলার ৯ নং পরৈকোড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড শিলালিয়া গ্রামের রঞ্জিত মেম্বারের বাড়িতে ১৮ ফেব্রুয়ারি, সন্ধ্যা  ৭ টায় দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুন থেকে ১৮ ঘরবাড়ি পুড়ে যায়।

আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় ইউপি সদস্য নিউটন সরকার জানান,এলাকাবাসীর কাছ থেকে আগুনের ঘটনা শুনাতে,  আগুন লাগার ঘটনা টুকু আনোয়ারা ফায়ার সার্ভিস কে অবগত করি, ঘটনাস্থলে একটি ইউনিট ও আশেপাশের গ্রামের মানুষের সহযোগিতায় ২ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দ্রুত  আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় ঘরের  থেকে আসবাবপত্র ও মূল্যবান কিছুই  বাহির করা সম্ভব হয়নি।

তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লক্ষাধিক টাকা ধারণা করা হচেছ।

আনোোয়ারা ফায়ার  সার্ভিসের  ইনচার্জ দুলাল মিত্র  জানান,    বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়ার বিষয়টি নিশ্চিত এবং ক্ষয়ক্ষতির পরিমান ৩০ লক্ষাধিক টাকা ধারণা করা হচেছ।