চট্টগ্রামের আনোয়ারার দেয়াঙ পাহাড়ে অবস্থানরত হাতিগুলো অভয়ারণ্যে সরানোর দাবিতে মানববন্ধন করেছে বৈরাগ ইউনিয়ন বাসী ও বিডি ক্লিন নামের সংগঠন।
৭ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার বন্দর কমিউনিটি সেন্টারে এ মানববন্ধন করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ এলাকাবাসী অংশ নেন।
ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুুহাম্মদ সোলেমান ‘র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ইউপি সদস্য মোহাম্মদ ওসমান, আমির আহমদ খান, আবুল বশর, এস এম সাইফুল ইসলাম ও মুজিবুর রহমান বুলু প্রমূখ।
এলাকাবাসীর বলেন, গত দেড় বছরে হাতির আক্রমণে আনোয়ারার ৬জন নারী-পুরুষ প্রাণ হারান। হাতির তান্ডবে অসংখ্য ঘরবাড়ি ভাংচুর হয়। এরপরও বনবিভাগ ও স্থানীয় প্রশাসন কার্যকর কোনো প্রকার পদক্ষেপ নিচ্ছে না। আর কত প্রাণ গেলে হাতিগুলো সরানো হবে এলাকাবাসীর দাবী।
আগামী এক সপ্তাহের মধ্যে হাতিগুলো সরিয়ে নিতে জোর দাবি জানিয়েছেন।