আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ, বিষয়টি নিয়ে প্রথম আলোচনা হয় কৃষি কর্মকর্তা হাসানুজ্জজামানের সাথে।
হাসানুজ্জামান নিকট থেকে আলোচনায় জানতে পারি আনোয়ারাতে প্রায় ৩৫ হেক্টর জমিতে নিরাপদ সবজি আবাদ করা হয়। নিরাপদ মানে উৎপাদন প্রক্রিয়ায় কোনও রাসায়নিক সার বা রাসায়নিক অন্য উপাদান ব্যবহার করা হয় না। ব্যবহার করা হয় ভার্মি কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট নামক জৈব সার এবং ট্রাইকো লিচেট নামক জৈব ছত্রাক নাশক ও উদ্দীপক।
এই নিরাপদ জমিতে উৎপাদিত সবজি আনোয়ারাতে বিপণনের জন্য একটি পরিকল্পনা গ্রহণ করি।
সরেজমিনে নিরাপদ জমিসমূহ পরিদর্শনের পর কাফকো হাউজিং এর সামনে একটি বিক্রয়কেন্দ্র নির্বাচন করা হয়। উৎপাদন থেকে বিপণন পর্যন্ত ধাপসমূহে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি বিভাগ তদারকি করবে।
এই বিক্রয় কেন্দ্রটি ঠিকভাবে চললে, আনোয়ারার অন্যান্য এলাকায় আরও বিক্রয়কেন্দ্র চালু করার পরিকল্পনা আছে।
আলোচনায় অংশগ্রহণ করেন,বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সোলাইমান চৌধুরী, কৃষি কর্মকতা হাসানুজ্জামান প্রমুখ,
আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার উদ্বোধন কালে বলেন, ‘শঙ্খ’ নামক রাসায়নিক বিষমুক্ত নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্র। শুরুটা করলাম, শেষটা নির্ভর করবে আপনাদের উপর। সঠিক প্রচার পেলে এবং পর্যাপ্ত ক্রেতা পেলে স্বপ্ন দেখি আনোয়ারার সকল জমিতে রাসায়নিক বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদন হবে।
সকলের সহযোগিতা প্রত্যাশা করি।