মুফতি আল্লামা আলী ওমর ইয়াকুব আব্বাসী বলেছেন, মহান আল্লাহর পবিত্র কোরানের নির্দেশনা ও মহানবী রাসুল (সঃ)এর আদর্শ সঠিকভাবে মেনে চলতে না পারলে পরকালে মুক্তির আশা নাই।
গত ১ ফেব্রুয়ারি আনোয়ারার রায়পুর ইউনিয়নের মাদ্রাসায়ে আরবীয়া খাইরিয়ার বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে জানান,মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক মওলানা মুহাম্মদ ছালেহর সভাপতিত্বে ও মওলানা ফয়সাল ও মওলানা আরাফাতের সঞ্চালনায় প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হেফাজত ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফি।
বিশেষ বক্তারা বলেন, মুফতি আহমদ উল্লাহ, আল্লামা শেখ আহমদ, আজিজুল হক মাদানী, মহিবুল্লাহ্ বাবু নগরী, আল্লামা জাবেদুল্লাহ্, মৌ. আনোয়ার শাহ্, হাফেজ নুরুল আমিন, নুরুল করিম বেলালী, হাফিজুর রহমান, মৌ. বায়েজিত।
এতে উপস্থিত ছিলেন, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ, চেয়ারম্যান জানে আলম, আবু তাহের, নুরুল আজিজ চৌধুরী, সার্বিক তত্বাবদানে ছিলেন মওলানা সোহেল সালেহ।
প্রধান অতিথি বলেন, একমাত্র ইসলামিক শিক্ষাই সমাজকে আলোকিত করা সম্ভব । জ্ঞান অর্জন করা ফরজ তবে আমাদের দেশে যুবক যুবতীরা একই সাথে সহ শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে গিয়ে নানা অপরাধে লিপ্ত। মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে অপসংস্কৃতির চর্চা। যুবক ছেলে মেয়েদের আলাদা শিক্ষার ব্যবস্থা করতে হবে। অনুষ্ঠানে এলাকাবাসী, শিক্ষক, শিক্ষার্থী ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।