আনোয়ারা উপজেলা’র রুদুরা গ্রামের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী মুহাম্মদ আকবর ৫০০ পিচ ইয়াবা সহ আটক করা হয়।
গত ৩১ জানুয়ারি আনোয়ারা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মহোদয়ের নির্দেশক্রমে এসআই খায়রুজ্জামান, এসআই রেজাউল করিম ও এএসআই হান্নান সঙ্গীয় ফোর্স সহ আনোয়ারা থানাধীন ০৮ নং চাতুরী ইউপিস্হ রুদুরা সাকিনে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ১। মোঃ আকবর (৩১) পিতা:মৃত কোরবান আলী সাং রুদুরা (নোয়া মিয়া মেম্বারের বাড়ী)র তাহার নিজ বসতঘর হইতে ৫০০ পিচ ইয়াবা সহ আটক হয়