শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছে – তৌহিদুল হক চৌধুরী

আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনু্ষ্ঠিত।

গত ২৫ জানুয়ারি  সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়,এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট আজিজুল হক চৌধুরী।

প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.জানে আলম,আনোয়ারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফেরদৌস হোসেন,উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো.আলমগীর আজাদ প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ফজলুল কাদের। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।