মানবতার সেবাই জোনাকী ফাউন্ডেশন’র ৩১জানুয়ারি হাতে নিলো ভিন্নতর কর্মসূচী

 

।।মুহাম্মাদ রিফাত মিয়া।।

আগামী ৩১ জানুয়ারি (শুক্রবার) জোনাকী ফাউন্ডেশনের পক্ষ থেকে শেখ মুহাম্মাদ ছরওয়ার হোসেন এর সহযোগিতায় তিন তিনটি কার্যক্রমের কথা জানালেন, জোনাকী ফাউন্ডেশনের চেয়ারম্যান- ডা মুহাম্মাদ রাশেদুল আলম।

এই শীতে কুয়াশার অন্ধকারে প্রকৃতি যেমন আবছা,ঠিক তেমনি অসহায়তার ঘোর অন্ধকারে কাঁদছে মানবতা। নতুন বছরের এমন দিনে শীতার্ত অসহায় মানুষ থর থর কাঁপছে, অসহায় মায়ের সন্তানের হাস্যোজ্বল মুখ শৈতপ্রবাহে মলিন। দারিদ্রের নির্মম কশাঘাতে পিতা সন্তানকে বই কিনে দিতে অক্ষম।

জোনাকী ফাউন্ডেশনের চেয়ারম্যান জানান আগামী শুক্রবার আনোয়ারা ট্রেডিং কর্পোরেশন এর সত্তাধীকারি শেখ মুহাম্মাদ ছরওয়ার হোসেন এবং প্রবাসীদের সহযোগিতায় সকাল দশটায় বারখাইন ইউনিয়নের ১০০জন এতিম পাবে শীত সামগ্রী। তাছাড়া বিকাল ৪টায় কম্বল বিতরণ এবং ৫টায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করবেন বলেও ডা মুহাম্মাদ রাশেদুল আলম জানিয়েছেন।

জোনাকী ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রস্তুতি সভায় বলেন কম্বল বিতরণের সময় কোন ফটো সেশন হবে না। এক দানে দশক ফটোসেশনের লজ্জায় প্রকৃত দারিদ্ররা দান গ্রহণ করতে নারাজ বলেও তিনি জানান।