চট্টগ্রাম-০৮ আসনের উপনির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ সোমবার (২০ জানুয়ারি’২০) সংসদ সদস্য হিসেবে শপথ নিবেন।
নব নির্বাচিত সংসদ সদস্য ও বিশ্বস্ত সূত্রে জানায়।
বিকাল ৩টায় জাতীয় সংসদের মাননীয় স্পীকারের কক্ষে চট্টগ্রাম -০৮ আসনের নব নির্বাচিত সাংসদ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ শপথ গ্রহন।
চট্টগ্রাম-০৮ (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ)আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটে নৌকা প্রতীকের প্রাথী মোছলেম উদ্দিন আহমদ এমপি নির্বাচিত হয়।
গত ১৩ জানুয়ারি, চট্টগ্রাম-০৮ (চন্দাগাঁও-বোয়ালখালী) আসনে উপনির্বাচনে ইভিএমে ভোট গ্রহন অনু্ষ্ঠিত হয়।
এতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ পেয়েছেন ৮৭ হাজার ২৪৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবু সুফিয়ান পেয়েছেন ১৭ হাজার ৯৩৫ ভোট পান।
নির্বাচনে অংশ নেয়া অন্যান্য প্রার্থীরা ভোট পেয়েছেন বিএনএফ-এর আবুল কালাম আজাদ পেয়েছেন (টেলিভিশন) ১ হাজার ১৮৫ ভোট। ন্যাপের বাপন দাশগুপ্ত পেয়েছেন (কুঁড়েঘর) ৬৫৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী মো. এমদাদুল হক (আপেল) পেয়েছেন ৫৬৭ ভোট। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ আহমদ (চেয়ার) পেয়েছেন ৯৯২ ভোট।