মুনিরিয়া যুব তবলীগে’র বিরুদ্ধে বিক্ষোভ

মুনিরীয়া যুব তবলীগের প্রতিষ্ঠাতা মুনিরুল্লাহকে গ্রেপ্তার ও সংগঠনটি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাউজানের বিক্ষুব্ধ জনতা। তারা টায়ার জ্বালিয়ে ৩ ঘণ্টা চট্টগ্রাম রাঙামাটি সড়ক অবরোধ করে রাখে ।

গত ১৯ জানুয়ারি রোববার বিকেলে উপজেলা সদর মুন্সিরঘাটা থেকে জলিলনগর পর্যন্ত সড়ক অবরোধের কারণে তিন ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। রাত সাতটার পর সহকারী কমিশনার (ভূমি) মামনুন আহমদ ও থানার ওসি কেপায়েত উল্লাহ ঘটনাস্থলে এসে অবরোধ প্রত্যাহার করতে সম্মত হয়।

অবরোধ উঠিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। মুনিরীয়া বিরোধী এই মিছিল ও সমাবেশে অংশ নেয় কয়েক হাজার মানুষ। বিক্ষোভ মিছিলে অংশ নেয়া জনতা জলিলনগরে এক সমাবেশে মিলিত হয়ে প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন- ত্বরিকতের নামে মুনিয়ার সভা সমাবেশ নিষিদ্ধ করতে হবে।

তাদের ৬০জন সন্ত্রাসীর নামে সুনির্দিষ্ট মামলা রয়েছে। তাদেরকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।

অন্যথায় রাউজানের সর্বস্তরের জনতাকে সাথে নিয়ে মুনির উল্লাহ’র আস্তানা গুঁড়িয়ে দেয়া হবে। কাপ্তাই-রাঙামাটি সড়কে অনির্দিষ্ট সময়ের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয়ার পাশাপাশি সড়ক অবরোধ করা হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন রাউজান পৌরসভার দ্বিতীয় প্যানেল মেয়র উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ।

যুবলীগের আসাদ হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আব্দুল ওহাব, সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইমলাম,সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খান,আওয়ামীলীগ নেতা জানে আলম জনি, সাইফুল ইসলাম চৌধুরী রানা, নজরুল ইসলাম চৌধুরী, জসিম উদ্দিন,মুক্তিযোদ্ধা চেয়ারম্যান শফিকুল ইমলাম, বি এম জসিম উদ্দিন হিরু, তছলিম উদ্দিন চৌধুরী,মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, শওকত হাসান,আব্দুল লতিফ, নুরুল আমিন, শ্রমিক নেতা ইউনুছ, মাওলানা খোরশেদুল আলম, মুছা আলম খান চৌধুরী, এস এম মহিবুল্লাহ্‌, স্বেচ্ছাসেবক লীগনেতা শওকত হোসেন, যুবলীগ নেতা আহসান হাবিব চৌধুরী, হাসান মোহাম্মদ রাসেল, জিয়াউল হক রোকন, আব্দুল্লাহ্‌ আল্‌ মাসুদ, ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান মাসুদ, সাখাওয়াত হোসেন পিবলু, অনুপ চক্রবর্তী, মোহাম্মদ আসিফ, তানভীর চৌধুরী, সাবের, নাছির উদ্দিন, আরমান সিকদার,ফয়সাল মাহমুদ প্রমুখ।