১৯ জানুয়ারি রবিবার বিকাল ৪ টায় চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের শিকলবাহা এলাকায় ট্রাক চাপায় বাসযাত্রী নিহত হয়।
সড়ক দুর্ঘটনায় নিহত ব্যাক্তি মোহাম্মদ আব্দুল ছত্তার(৬৫), আনোয়ারা উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নের কান্তির হাট গ্রামের গোয়াল পাড়া এলাকার বাসিন্দা।
তিনি আনোয়ারা উপজেলা চাতরী চৌমুহনী বাজারে ছোট একটি পানের দোকান করতেন।আব্দুল সাত্তারের- দুই ছেলে এক মেয়ে আছে।
নিহত ব্যক্তিকে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল ( চমেক) নেওয়া হয়।
আব্দুল সাত্তার নতুন ব্রিজ হতে চাতরী চৌমুহনী বাজারের উদ্দেশ্যে বাস যোগে রওনা হচিছলেন বলে জানা যায়।