JPL অলিম্পিক ফুটবল টুর্নামেন্টে ২০২০ এর শুভ উদ্বোধন

 

মুহাম্মদ  রিফাত মিয়া “আনোয়ারা প্রতিদিন “:

জমকালো আয়োজনের মাধ্যমে উদ্বোধন হল ঝিওরী প্রিমিয়ার লীগ (JFL) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২০

আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ এর যুব ও ক্রীড়া সম্পাদক মো.জাহেদুর রশিদ এর সভাপতিত্বে অভি ও আমজাদ হোসেন এর যৌথ সঞ্চালনায় ঝিওরী প্রিমিয়ার লীগ (JPL) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্যোগে আজ (১৭,০১,২০২০) সন্ধ্যা ছয়টায় আনোয়ারা উপজেলার পিএবি রাস্তার পূর্ব পাশে ঝিওরী চেয়ারম্যান ঘাটাস্থ মাঠে রাত্রিকালিন ফুটবল টুনামেন্টের এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৬নং বারখাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসনাইন জলিল চৌ শাকিল। খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা ছাত্রলীগ এর সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান।

উক্ত উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনাকী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা মুহাম্মাদ রাশেদুল আলম,৬নং বারখাইন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো কামাল উদ্দীন, আনোয়ারা উপজেলা যুবলীগ এর সাবেক শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক এনামুল হক সুমন, দুর্বার বারখাইন এর সভাপতি মেজবাহ উদ্দীন আহমেদ মাসুদ এবং বিশিষ্ট ব্যবসায়ী মো শাহাব উদ্দীন,মো আলী, মো লিয়াকত ও লিটন সহ প্রমুখ।

খেলায় প্রতিযোগিতা করেন শিলাইগডা ফ্রেন্ডস সোসাইটি বনাম হেটিখাইন ইয়াং স্টার ক্লাব।

দুর্দান্ত লড়াইয়ের পর হেটিখাইন ইয়াং স্টার ক্লাব কে ৩-০ গোলে পরাজিত করে ১ম রাউন্ডে বিজয়ী হয় শিলাইগডা ফ্রেন্ডস সোসাইটি।

বক্তারা বলেন কর্মব্যস্ত যুবকদের মনে প্রশান্তি যোগাতে রাত্রিকালিন ফুটবল টুর্নামেন্ট বিরল ভূমিকা পালন করবে। পরিশ্রম এর পাশাপাশি মন ও শরীর ভাল রাখতে খেলাধুলার প্রয়োজন অপরিসীম ।বক্তৃতার প্রারম্ভে প্রধান অতিথি জোরালো কন্ঠে বলেন মাদক কে না বলুন।তাছাড়া যুব সমাজ কে অনলাইন থেকে বিমুখ করতে এমন আয়োজন বিরল ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন অতিথিরা।