১৫ জানুয়ারী হযরত শাহ আলী রজা রাঃ বিষু ও ওরশ শরীফ

আনোয়ারা প্রতিদিন ডেস্ক :

বেলায়তের সম্রাট পাঁচ তরিকার পীর হযরত শাহ আলী রজা প্রকাশ কানু শাহ (রহঃ) এর পবিত্র বিষু ও ওরশ শরীফ উপলক্ষে ওষখাইন শাহ আলী নগর দরবার শরীফ বড় মিয়া রশিদ মঞ্জিলের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত হবে।

কর্মসূচির মধ্যে রয়েছে বাদে ফজর খতমে কুরআন খতমে খাজেগান,পুষ্পমাল্য অর্পণ, মিলাদ কিয়াম আখেরি মুনাজাত ছদারত করবেন ওষখাইন আলী নগর দরবার শরীফ বড়মিয়া রশিদ মঞ্জিলের সাজ্জাদানশীন পীরজাদা মুহাম্মদ ইলিয়াছ রজা (মা,জি,আ)।
উক্ত ওরশ ও বিষু মোবারকের শরিক হওয়ার জন্য শাহজাদা মাওলানা আব্দুল কাদের চাঁদ মিয়া অনুরোধ করেছেন