৮২ বোতল বিদেশি মদ ও সিএনজি সহ আটক ০১

 

দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা থানার গোপন   সংবাদের ভিত্তিতে এসআই রেজাউল  ও এসআই সুফল চন্দ্র সিংহ সঙ্গীয় ফোর্স সহ আনোয়ারা থানাধীন ০২নং বারশত ইউনিয়ন পরিষদ এলাকার দক্ষিণ বারশত হইতে মাদক ব্যবসায়ী  মুহাম্মদ  তৈয়ব (৩৬) পিতা: লেদু মিয়া সাং দুধকুমড়া,  আনোয়ারা কে ৮২ বোতল বিদেশি মদ ও সিএনজি সহ আটক করা হয়।