বেতন নিতেই এতো লম্বা লাইন ব্যাংক এটিএম বুথ- চৌমুহনী বাজার

রিফাত মিয়া:

শীত ঋতুর এমন দিনে সাধারণত শীতবস্ত্র নিতেই এতো লম্বা লাইন দেখা যায়।তবে এবারের দেখাটা ভিন্ন, নিজ বেতন নিতেই এমন লাইন লক্ষ্য করলাম আনোয়ারার চৌমুঽনী বাজারের এটিএম বুথে।

এইটা আধুনিকতা নাকি টাকা ইনকামের চতুরতা। প্রতিমাসে শ্রমিকের প্রাপ্য হক পেতে বকবক করতে হয় কেন?

শ্রমিকের পারিশ্রমিক যথাসময়ে দেওয়ার জন্যই এই আধুনিক যন্ত্রটির সান্নিধ্যে আনা হয়েছিল আনোয়ারা কেপিজেড এর শ্রমিকদের। তবে ফলাফল হল সম্পূর্ণ ভিন্ন। প্রতিমাসেই হয়রানি শিকার হচ্ছে নিম্নমানের শ্রমিক রা। বেতন বিভিন্ন ব্যাংক এর মাধ্যমে দিতে গিয়ে বেশীরভাগ ব্যাংকই করে যাচ্ছে অনিয়ম। শ্রমিকদের বেতন তুলার জন্য নেই পর্যাপ্ত বুথ। রিচিবিং এস এম এস আসতে আসতে হয়ে যায় সন্ধ্যা ।ভাবতে অবাক লাগে অফিস টাইম এর পর টাকা ছাড়ে কেমনে??

শ্রমিকের অধিকার ফিরিয়ে দিতে কর্তৃপক্ষের যথাযথ দৃষ্টি আকর্ষণ করছি। হয়রানি নয় সেবাই হুক আপনাদের লক্ষ্য।