আনোয়ারা উপজেলা  তরমুজের বাম্পার ফলন

আনোয়ারা প্রতিদিন( ডেস্ক   ) :   আনোয়ারা    উপজেলার রায়পুর ইউনিয়নের শঙ্খ নদীর মোহনা ধলঘাট থেকে বার আউলিয়া পর্যন্ত উপকূলে ও পারকি সমুদ্র সৈকতের বেড়িবাঁধ সংলগ্ন এলাকাজুড়ে আগাম তরমুজ চাষে বাম্পার ফলন হয়েছে।

দেখা যায়, রায়পুর ইউনিয়নের ধলঘাট থেকে বার আউলিয়াসহ উপজেলার উপকূলের বিস্তৃত এলাকা জুড়ে তরমুজের বিশাল খেত। উপজেলার ধলঘাট ও বার আউলিয়ার চর উপকূলের চাষি জকু মাঝি সেখানে তরমুজ তুলছেন।

তরমুজ চাষীরা বলেন, এবার তিন মাস আগে থেকেই ২২ কানি জমিতে আগাম তরমুজ চাষ করেছি। পরিচর্যার পাশাপাশি নিয়মিত সার, পানি, বিভিন্ন ভিটামিন প্রয়োগ ও আবহাওয়া ভালো থাকায় এবার তরমুজের বাম্পার ফলন হয়েছে।

তিনি বলেন, এবার খরচ হয়েছে প্রায় ৫ লক্ষ টাকা। আমরা ইতোমধ্যে এক লক্ষ টাকার তরমুজ বিক্রি করেছি। প্রায় ১৬ লক্ষ টাকার অধিক  তরমুজ বিক্রি করতে পারবো ইনশাআল্লাহ।

একই উপকূলের কামাল উদ্দীন  বলেন, নিজস্ব উদ্যোগে এবার দুই কানি জমিতে তরমুজ চাষ করেছি। প্রথমে বীজ বপন করলে এতে কিছুদিন পরে অসুখে চারাগুলো মারা যায়। আমরা আবার বীজ বপন করি এবং ফসল পাওয়া পর্যন্ত আমার খরচ হয় এক লক্ষদিক টাকা।

এদিকে আনোয়ারা উপজেলার পারকিরচর, ফুলতলী, গহিরা বারআউলিয়া, বরুমচড়াসহ আনোয়ারা উপকূলীয় অঞ্চলে আগাম তরমুজ চাষ করেছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন ও ন্যায্য দাম পাচেছ কৃষকরা।

চাষীরা জানান, কৃষি কর্মকর্তাদের কোন সহযোগিতা বা পরামর্শ আমরা পাইনি। এবার সম্পূর্ণ নিজস্ব ধারণায় চাষাবাদ করতে হয়েছে। চাষাবাদ এ ভালো ফলন পাওয়ায়,  কৃষকদের মূখে হাসি ও আনন্দিত।

উপজেলা কৃষি কর্মকর্তা হাসানূজ্জামান চৌধুরী বলেন, চলতি বছরে পারকি, ফুলতলা, বার আউলিয়াসহ বিভিন্ন ইউনিয়নের প্রায় ১৮০ হেক্টর জমিতে তরমুজ চাষ হচ্ছে। আনোয়ারায় বছর কয়েক ধরে আগাম তরমুজ চাষে ফলন ভাল হচ্ছে।