সূর্যগ্রহণের সময় মাটিতে পুঁতে রাখা হয়েছিল বিকলাঙ্গ শিশুদের

বৃহস্পতিবারের ছিল ২০১৯ সালের সর্বশেষ সূর্যগ্রহণ। এ সূর্যগ্রহণের সময় ভারতের একটি গ্রামে বিকলাঙ্গ শিশুদের গলা পর্যন্ত মাটির ভিতর পুঁতে রাখা হয়। কর্নাটকের কালবুরগি জেলার রাজ সুলতানপুর গ্রামের ওই শিশুদের অভিভাবকদের ধারণা, সূর্য গ্রহণের সময় এভাবে মাটির ভিতর পুঁতে রাখলে শিশুদের রোগমুক্তি ঘটে।

ভারতীয় গণমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কালবুরগির রাজ সুলতানপুরের বেশ কিছু পরিবার ওই ধারণা পোষণ করে। তাই তারা তাদের সন্তানদের রোগমুক্তির প্রত্যাশায় এভাবে মাটির ভিতর পুঁতে রেখেছিলেন। ভারতে সূর্যগ্রহণের সময় নিয়ে অনেক কুসংস্কার চালু আছে। এ সময় অনেকে পানাহার করা থেকেও বিরত থাকেন। অনেকে এ সময় দেবতার পুজা করতে থাকেন। গ্রহণের সময় মন্দিরের দরোজা বন্ধ থাকে। গ্রহণ শেষে অনেকে সরাসরি গোসল করতে চলে যান। অনেকে আবার এ সময় ঘুমানো, মলমূত্র ত্যাগ, এমনকি অনেকে কর্ম থেকেও বিরত থাকেন।