ডেস্ক রিপোর্ট “আনোয়ারা প্রতিদিন
আনোয়ারা উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়া পাড়া আল-হক প্রবাসি ফাউন্ডেশনের এর নিজস্ব অর্থায়নে, উত্তর পরুয়া পাড়ার এলাকার অসুস্থ রোগী ও এতিমদের পাশে উত্তর পরুয়া পাড়া আল-হক প্রবাসি ফাউন্ডেশন।
বিপদগ্রস্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবধর্ম। এই মহত্ ও পুণ্যময় কাজই সর্বোত্তম ইবাদত। অসহায়-নির্যাতিত মানুষের দুর্দিনে সাহায্য, সহানুভূতি ও সহমর্মিতার মন-মানসিকতা যাদের নেই তাদের ইবাদত-বন্দেগি আল্লাহর দরবারে কবুল হয় না।
পরম করুণাময় আল্লাহ তায়ালা তাঁর সৃষ্টিজগতের ওপর সমানভাবে দয়া প্রদর্শন করতে বলেছেন। রাসূলুল্লাহ (স) জনগণকে দিকনির্দেশনা প্রদান করে বলেছেন, ‘তোমরা ক্ষুধার্তকে খাদ্য দাও, রুগ্ন ব্যক্তির সেবা কর এবং বন্দিকে মুক্ত কর অথবা ঋণের দায়ে আবদ্ধ ব্যক্তিকে ঋণমুক্ত কর।’ (বুখারি
আল-হক প্রবাসী ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত সকলকে এবং সার্বিক সহযোগিতাকারী সকলকে অসংখ্য ধন্যবাদ জানায় আবারো এলাকার মানুষদের পাশে দাড়ানোর জন্য, সকলের সহযোগিতার মাধ্যমে আমাদের কার্যকম অব্যাহত থাকবে বলে জানান।