এয়াকুব আলী:
চট্টগ্রামে আনোয়ারা পারকী সমূদ্র সৈকতের চেহারা বদলে দেবে ৬২ কোটি টাকার প্রকল্প। বাস্তবায়িত হচ্ছে চট্টগ্রাম ১৩ আসনের সংসদসদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধূরীর প্রয়াত পিতা সাবেক সংসদসদস্য আখতারুজ্জামান চৌধূরী বাবুর স্বপ্ন।
পারকী সমূদ্র সৈকতকে এক্সকুসিভ ট্যুরিষ্ট জোন করার স্বপ্ন দেখেছিলেন প্রয়াত আওয়ামীলীগ নেতা আখতারুজ্জামান চৌধূরী বাবু। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রস্তাব করেছিলেন পারকীকে এক্সকুসিভ ট্যুরিষ্ট জোন ঘোষনা করার।
বিগত ৯ বছর আগে মাঠে প্রধানমন্ত্রী নিজেই চট্টগ্রামে একটি জনসভায় এসে আখতারুজ্জামান চৌধূরী বাবুর উপস্থিতিতে আনোয়ারা পারকীকে এক্সকুসিভ ট্যুরিষ্ট জোন ঘোষনা করেন।
ইতিমধ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশন পারকী সমূদ্র সৈকতকে আধুনিক পর্যটন হিসেবে গড়ে তুলতে ১৩.৩৬ একর জায়গায় ৬২কোটি টাকার প্রকল্পের কাজ শুরু করেছে।আয়তন নির্ধারণ, মাটি ভরাট দিয়ে প্রকল্পের কাজ শুরু করেছেন।
মেসার্স গ্রাম বাংলা এন্টারপ্রাইজের সহযোগী প্রতিষ্ঠান সমূদ্র সৈকতের আশেপাশের এলাকা হতে কর্মজীবী সচেতন ১১৬জন মালিকানায় ঠিকাদারী প্রতিষ্ঠান আল্লাহ দান এন্টারপ্রাইজের সহযোগী প্রতিষ্ঠান স্মার্ট ট্রেডিং।
কিন্তুু এলাকার কিছু স্বার্থন্বেষী রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিরা মনোনীত প্রতিষ্ঠানের নামে কাজ নিতে না পারায় কাজ পাওয়া স্মার্ট ট্রেডিং এর বিরুদ্ধে সৈকত এলাকা হতে বালু উত্তোলন করে জমিভরাট করছে, অভিযোগ সহ বিভিন্ন অপ্রচার ও প্রসাশনকে ভূল তথ্য দিয়ে কাজে ব্যাঘাত সৃষ্টি করা ও অহেতুক হয়রানি করার ষড়যন্ত্র করছে।
এ বিষয়ে স্মার্ট ট্রেডিং স্বত্বাধিকারী হুমায়ুন কবির বলেন , চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ হাইড্রোগ্রাফী বিভাগ হতে উক্ত প্রকল্পের ভূমি উন্নয়নের জন্য বালি ভরাট করার জন্য অনুমোদন দিয়েছে। কর্ণফুলী নদীর মোহনায় হতে লিজপ্রাপ্ত স্থানে ডাম্পিং গ্রাউন্ড পূর্বক সব নিয়ম কানুন অনুসরণ করে বালু ভরাট করছি।
মেরীনার নবী হোসেন বলেন, একটি মহল অনৈতিক সুবিধা নিতে না পারায় অপ্রচার চালাচ্ছে। ইতিমধ্যে আমাদের কাজ পরিদর্শন করে গিয়েছেন পর্যটন উপসচিব মাহমুদ কবির।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ বলেন, পারকী সমূদ্র সৈকত এটি রাষ্ট্রীয় সম্পদ, সকলের জন্য। এখানে কোন ক্ষতি হওয়ার অবকাশ নাই, এটা উন্নতি হলে আনোয়ারার ভাবমূর্তি উজ্জ্বল হবে, ঠিকাদার প্রতিষ্ঠান’ রা লিজপ্রাপ্ত স্থান হতে ডাম্পিং পূূবর্ক বালি ভরাট করলে আমাদের কিছুু করার নেই।