আনোয়ারায় জিনিয়াস মেধাবৃত্তিতে অংশ নিলো দেড় হাজার শিক্ষার্থী

মেধা বিকাশ সংস্থা ‘জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশন’র উদ্যোগে আয়োজিত জিনিয়াস মেধাবৃত্তি পরীক্ষা প্রথম পর্ব আনোয়ারা উপজেলায় সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) অভিন্ন প্রশ্নপত্রে আনোয়ারা উপজেলায় পৃথক দুটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কে.জি শ্রেণি থেকে অস্টম শ্রেণি পর্যন্ত এই পরীক্ষায় উপজেলা প্রায় শতাধিক স্কুলের দেড় হাজার পরীক্ষার্থী অংশ নেয়।

আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও বটতলী এস এম আউলিয়া ডিগ্রি কলেজ কেন্দ্র দুটি পরিদর্শন করেন জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি সরোজ আহমেদ, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, জিনিয়াস সদস্য সচিব মিয়া এমএ করিম, যুগ্ম সম্পাদক রিদুয়ানুল হক, সুশান্ত শীল, শাওলিন কুংফু একাডেমীর পরিচালক মহসিন পারভেজ।

পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করেন পীরখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম এরশাদ হোসাইন, মধ্য বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক, সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপন কান্তি শীল, খোদ্দ গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মৃণাল কান্তি নাথ, শিক্ষক অন্তিম পাল, সাইমুর রশীদ, মো. ইলিয়াছ, আবুল কাশেম, রাজিব দত্ত প্রমুখ।

আগামী ২৫ ডিসেম্বর (বুধবার) চট্টগ্রাম মহানগরে চট্টগ্রাম রেলওয়ে পাবলিক হাইস্কুলে দ্বিতীয় পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পরিচালক সরোজ আহমেদ।