হযরত আবু বক্কর সিদ্দিক (রা:) সুন্নিয়া দাখিল মাদ্রাসার বই বিতরণ উৎসব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ;

চট্টগ্রামের আনোয়ারা উপজেলাধীন বেলচূড়া গ্রামে প্রতিষ্ঠিত দ্বীনি প্রতিষ্ঠান হযরত আবু বকর ছিদ্দিক (রা:) সুন্নিয়া দাখিল মাদ্রাসায় বই বিতরণ উৎসব গতকাল ৫ জানুয়ারি (সোমবার ) সকাল ১১ টায় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এত উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, হযরত আবু বকর ছিদ্দিক (রা:) সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি কাজী শাকের আহমদ চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ বিভাগের সাবেক ডিন, প্রফেসর ড. আব্দুল ওদুদ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আর্মি মেডিকেল কলেজের সাবেক মেডিকেল অফিসার, ডাক্তার শফিকুল আলম (এমবিবিএস), মাদ্রাসার উপদেষ্টা কমিটির সম্মানিত সদস্য
আলহাজ্ব নূর মোহাম্মদ, দি ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর মোঃ মনির উদ্দিন।

উক্ত বই বিতরণ উৎসব অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক আব্দুল মান্নান, আলহাজ্ব নুরুল ইসলাম,
লোকমান হোসেন,মাওলানা নাজিমুদ্দিন কাদেরী,
জসীম উদ্দীন, বশির আহমেদ, সৈয়দ নুর, আলী আকবর, মোঃ জাবেদ হোসেন,মাওলানা আব্দুল হালিম,মাওলানা নুরুল বশির, মাস্টার কাজী জাহাঙ্গীর, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মইন উদ্দিন, মৌলানা জুবাইর প্রমুখ।

অনুষ্ঠান শেষে মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে দোয়া, সভা সমাপ্তি করা হয়।