নিজস্ব প্রতিবেদক (আনোয়ারা চট্টগ্রাম):-
প্রতিযোগিতা মূলক বিশ্বে যুগোপযোগী ধ্যান ধারণায় এলাকায় নবপ্রজন্মে সাড়া জাগাতে প্রতিবছরের ধারাবাহিকতায় ১৯ ডিসেম্বর (শুক্রবার) সকাল ৯ টায় গাউছিয়া হাশেমী কমিটি বাংলাদেশ কর্তৃক পরিচালিত সারা বাংলাদেশে একসাথে আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি পরীক্ষা ২০২৫, আনোয়ারা উপজেলা জোনের বৃত্তি পরীক্ষা, বটতলী হযরত শাহ মোহছেন আউলিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত পরীক্ষার কেন্দ্রীয় হল পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন, আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি কেন্দ্রীয় কমিটির উপ-পরিচালক মাওলানা মনির আহমদ আনোয়রী।
তিনি সকলের সহযোগিতায় আমরা পরীক্ষাটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পেরেছি।
আনোয়ারা উপজেলা জোনের পরিচালক আহমদ হোসেন,হল সুপারের দায়িত্ব পালন করেন, মাওলানা মুহাম্মাদ নুরুল করিম, উপজেলা সচিব সাবিল আহমদ সাব্বির, কেন্দ্র পরিদর্শক উপ- পরিচালক মাওলানা মুহাম্মাদ শামসুল হুদা মুনির,মাওলানা আলমগীর কবির।
হল পরিচালনার দায়িত্ব পালন করেন, মাওলানা আহমদ হোসেন মাষ্টার মোহাম্মদ তাওহিদুল হক,মাষ্টার মুহাম্মদ হোসাইন, হাফেজ মুহাম্মদ আবদুর রহমান,হাফেজ মুহাম্মদ বজলুর রহমান,মমতাজ আহমদ,মরতুজা বেগম সহ অন্যান্যরা।
আনোয়ারা উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের প্রায় সকল মাদরাসা, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণির ৮ শত জন শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসব মূখর পরিবেশে, তীব্র প্রতিযোগিতা মূলক চেতনায় ও বিপুল উৎসাহ উদ্দীপনায় অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার সুধীজনের সমাগমে আল্লামা হাশেমী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় ট্যালেন্টফুল, এ গ্রেড ও সাধারণ গ্রেডে বৃত্তি পাবেন কোমলমতি ছাত্র-ছাত্রীরা ।
এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের স্ব স্ব মেধা বিকাশে ও ভবিষ্যৎ জাতি গঠনে ভূমিকা রাখবে বলেন মনে করেন অভিভাবকেরা।







