আনোয়ারায় জেলেদের মাঝে বকনা বাছুর ও মাছের খাবার বিতরণ

আনোয়ারা প্রতিদিন নিউজ ডেস্ক;

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে হতদরিদ্র ইলিশ জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

শনিবার (২৪ মে) সকালে উপজেলার নিবন্ধিত উপকূলীয় ১৬ জন জেলের মাঝে এই বাছুর বিতরণ করা হয়।

একই দিনে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৪৫ জন প্রান্তিক মৎস্যচাষীর মাঝে ২৫ কেজি করে ভাসমান মাছের খাদ্যও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশেদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।