নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম ;
চট্টগ্রাম বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়ন আনোয়ারা উপজেলা শাখা আয়োজিত মহান মে দিবসও শ্রমিক সমাবেশে শ্রমিকদের নির্মাণ কাজে ন্যায় সংগত দাবি শ্রমসেড সহ ৭ দফা ও দুর্ঘটনা জনিত আর্থিক ক্ষতিপূরণ দাবি আদায়ের লক্ষ্যে গতকাল পহেলা মে সকাল ৯টায় আনোয়ারা থানার মোড় থেকে বর্ণাঢ্য রেলি সহকারে সমাবেশে যোগদেন, শ্রমিকদের সকল প্রকার কর্ম বিরুতি মধ্য দিয়ে বর্ণাঢ্য রেলি ও সমাবেশে চট্টগ্রাম বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়ন আনোয়ারা উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ জসিম উদ্দিন সভাপতিত্বে ও চট্টগ্রাম বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়ন আনোয়ারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে মহান মে দিবস ও সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, আজকের এই দিনে আমি দেশে-বিদেশে কর্মরত সকল শ্রমজীবী মানুষ, যারা নিজের জীবন বাজি রেখে জীবিকার জন্য, পরিবারের জন্য, সমাজের সর্বোপরি দেশের উন্নয়নের জন্য কর্মে নিয়োজিত আছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সংগ্রামী সালাম। ১৮৮৬ সালের মে মাসে ৮ ঘণ্টা কর্মদিবসসহ শ্রমিকের ন্যায্য অধিকার আদায় করতে গিয়ে আমেরিকার শিকাগো শহরে ‘হে মার্কেটে’ জীবনদানকারী এবং এই আন্দোলনের জন্য ফাঁসিকাষ্ঠে আত্মদানকারী প্রতিবাদী শ্রমিকদের স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা।
মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম ছিলেন একজন যথার্থ শ্রমিক। তিনি নিজেকে সবসময় একজন শ্রমিক হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতেন। শ্রমিকদের দুটো হাতকে তিনি উন্নয়নের চাবিকাঠি বলতেন। এদেশের শ্রমিকের কল্যাণে তিনি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন।
চট্টগ্রাম বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়ন আনোয়ারা উপজেলা শাখার সকল নেতাকর্মীদের উপস্থিতিতে মহান মে দিবস টি পালন করেন।
এতে নেতৃবৃন্দদের মাজে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়ন আনোয়ারা উপজেলা শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ জসিম কন্টাকটার,চট্টগ্রাম বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়ন আনোয়ারা শাখার সিনিয়র সহ-সভাপতি ও বারখাইন ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মোকতার হোসেন।
কমিটির সাংগঠনিক সম্পাদক মুবিন, সহ সভাপতি মোহাম্মদ শহিদ, সহ সাধারণ সম্পাদক মনছুর,দপ্তর সম্পাদক হাবিবুল্লাহ, প্রচার সম্পাদক সোলাইমান , অর্থ সম্পাদক ইদ্রিস বাবু,সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মারুফ,সহ- প্রচার সম্পাদক মোহাম্মদ মনচুফ আলী, সহ দপ্তর সম্পাদক মো: সিরাজ, কার্য্যকরি সদস্য মো: নুরুচ্ছফা,সমাজ কল্যাণ সম্পাদক আইয়ুব আলী,সিনিয়র সদস্য মো: সোলাইমান, শহিদুল ইসলাম,মো ফিরোজ সহ অনেকে
শুধু বাংলাদেশেই নয়, দুনিয়াজুড়ে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং শোষণ মুক্তির সংগ্রাম বেগবান করার লক্ষ্যে মে দিবসে শপথ নিতে হবে।