নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম) :
দক্ষিণ চট্টগ্রামের পিএবি সড়কে অবৈধ যান এবং লাইসেন্সবিহীন চালকদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে পিএবি সড়ক পরিবহন মালিক-শ্রমিক ইউনিয়ন।
১৯ এপ্রিল দুপুর দুইটায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারের ট্রাফিক পুলিশ বক্সের সামনে আনোয়ারা উপজেলার বাস-শ্রমিক ইউনিয়নের নেতা মোস্তাক আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের।
আরো বক্তব্য রাখেন মোটরচালক দলের সভাপতি জরিপ আলী, চালক দলের সিনিয়র সহ সভাপতি শ্রমিক নেতা মো. মহিউদ্দিন খোকন, মনছুর, মিন্টু, আবদুল মান্নান, আবদুল করিম, মোহাম্মদ মুসা, মোহাম্মদ কায়সার, জসিম উদ্দিন, দিদারুল আলম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বৃহস্পতিবার থেকে নতুন ব্রিজ স্টেশন থেকে কোনো যাত্রী গাড়িতে উঠতে দিচ্ছেন না ওই এলাকার অবৈধ যান মাহিন্দ্রা গাড়ির লাইসেন্সবিহীন চালকরা। সেদিন বাস আটকে আমাদের তিনজন ড্রাইভারকে লোহার রড দিয়ে মারধর করে। এছাড়াও আমাদের কোনো চালক বাস নিয়ে নতুন ব্রিজ পার হলে হামলার শিকার হতে হচ্ছে। এরকারণে সকাল থেকে বাস চলাচল সড়কে বন্ধ আছে।
সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন দক্ষিণ চট্টগ্রামের কয়েকশত যাত্রী। ওই সড়ক দিয়ে আনোয়ারা, কর্ণফুলী, চন্দনাইশ, বাঁশখালী ও কক্সবাজারের পেকুয়াা উপজেলার লোকজন চট্টগ্রাম শহরে যাতায়াত করেন।
চট্টগ্রাম শহরের যাত্রী মনিরুল ইসলাম বলেন, চাতরী চৌমুহনী থেকে নতুন ব্রিজ বাসে ২৫ টাকা। সকাল থেকে সড়কে কোনো বাস না থাকায় ৫০ টাকায় যেতে হচ্ছে। সড়কে এসব নৈরাজ্য বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।